শেরপুরে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত | Daily Chandni Bazar শেরপুরে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২০ ২১:২২
শেরপুরে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে উপজেলা সমবায় অফিস ও সমবায়ীদের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭নভেম্বর) সকাল ১০টায় শেরপুর উপজেলা হলরুম পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ধুনট নির্বাচনীয় এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

উপজেলা সমবায় অফিসার আব্দুল জলিল এর পরিচালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, এমপির পিএস কোরবান আলী মিলন, শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান রফিকুল ইসলাম, মির্জাপুর সমবায় সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, শেরপুর উপজেলার সাবেক ইউসিসিএ লি: চেয়ারম্যান খলিলুর রহমান, পরিদর্শক রইচ উদ্দিন প্রমুখ। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে হলরুমে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়দের হাতে ক্রেশ তুলে দেওয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন