নীলফামারীতে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচী উদযাপিত | Daily Chandni Bazar নীলফামারীতে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচী উদযাপিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২০ ২৩:২১
নীলফামারীতে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচী উদযাপিত
সুভাষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচী উদযাপিত

ফ্রান্সের ঘটনাকে পুজি করে সাম্প্রদায়িক শক্তি ফেসবুক একাউন্ট হ্যাক করে নানা কুরুচি পূর্ণ বক্তব্য পোস্ট করছে একই সাথে ধর্ম অবমাননার অভিযোগ এনে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা, হুমকি, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সংখ্যালঘু সুরক্ষার দাবীতে আজ ৭ নভেম্বর সকাল ১০টা থেকে ২ঘন্টা ব্যাপী চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্তরে গণঅবস্থান ও বিক্ষোভ পালন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়ের সভাপতিত্বে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সাঈদ মামুদ, সাধারণ সম্পাদ সম্পাদক মৃনাল কান্তী রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: অক্ষয় কুমার রায়, কাজল কুমার রায় প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন