তরুণীদের ব্লাক মেইল করে জোড় পূর্বক দেহ ব্যবসার অভিযোগ, আটক ৩ | Daily Chandni Bazar তরুণীদের ব্লাক মেইল করে জোড় পূর্বক দেহ ব্যবসার অভিযোগ, আটক ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২০ ১৭:৫৫
তরুণীদের ব্লাক মেইল করে জোড় পূর্বক দেহ ব্যবসার অভিযোগ, আটক ৩
সুমন কুমার সাহা জয়পুরহাট:

তরুণীদের ব্লাক মেইল করে জোড় পূর্বক দেহ ব্যবসার অভিযোগ, আটক ৩

ডান্সগ্রুপের অন্তরালে সুন্দরী অল্পবয়সী তরুনীদের ব্লাক মেইল করে জোড়পূর্বক দেহ ব্যবসার অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার মধ্যরাতে শহরের প্রফেসর পাড়া এলাকা  থেকে তাদের আটক করা হয়। আটককৃত প্রতারক সদস্যরা হলেন, জয়পুরহাট পৌর এলাকার তাঁতি পাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু আক্তার (২০), গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ (২৯) এবং তার স্ত্রী মৌসুমি আক্তার (২০)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত আসামীগণ ডান্স শেখানোর নামে অল্পবয়সী সুন্দরী তরুনীদের অশ্লীল ভিডিও ধারণ করে পরবর্তীতে জোড়পূর্বক দেহব্যবসায় বাধ্য করায় এমন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে শহরের প্রফেসর পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক সদস্যের ৩ সদস্যকে আটক করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন