বীরগঞ্জে দুস্থ শিশুদের পরিবারের মাঝে জরুরী খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ | Daily Chandni Bazar বীরগঞ্জে দুস্থ শিশুদের পরিবারের মাঝে জরুরী খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২০ ১৮:১১
বীরগঞ্জে দুস্থ শিশুদের পরিবারের মাঝে জরুরী খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ
বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥

বীরগঞ্জে দুস্থ শিশুদের পরিবারের মাঝে জরুরী খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে দুস্থ শিশুদের পরিবারের মাঝে জরুরী খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ করা হয়েছে। রোববার ১১টায় বীরগঞ্জ সিডিপির অফিস প্রাঙ্গনে গিফট্ ক্যাম্পেইন এর মাধ্যমে গুড নেইবারস্ এর সুবিধাভোগি ৪৭ জন শিশুদের পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধানপূর্বক জরুরী খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির ম্যানেজার মি: বিধান মন্ডল এর সভাপতিত্বে বিতরণ প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মি: গোপাল চন্দ্র দেবশর্মা, বীরগঞ্জ সিডিপির সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার, সিডিপি এডমিন ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার এবং অন্যান্য অফিস স্টাফ। অতিথিদের মাধ্যমে শিশুদের হাতে জরুরী খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য উপকরন হিসেবে ১ কেজি ডাল, ৫০০গ্রাম তেল, ১কেজি আটা, ১প্যাকেট বিস্কুট, ১কেজি মুড়ি, ১প্যাকেট রং পেন্সিল, ১প্যাকেট পেন্সিল, ১টি মশারী ও ১টি সাবান তুলে দেওয়া হয়। শিশুরা জরুরী খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য উপকরন পেয়ে খুব খুশি হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন