আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি | Daily Chandni Bazar আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৬:২৩
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি
ষ্টাফ রিপোর্টার

আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি

৮ নভেম্বর, বগুড়ার আপডেট-
১৯৪নমুনায় শনাক্ত- ৩৩জন।
শনাক্তের হার- ১৭.২৭%
৩৩জনের মধ্যে সদরের ৩০জন, কাহালু ২জন এবং বাকি একজন দুপচাঁচিয়ার।
সুস্থ- ২৫জন।
মৃত্যু - ০০।
মোট আক্রান্ত- ৮২৪০
মোট সুস্থ- ৭৭০৫
মোট মৃত্যু-১৯৪
এখন রোগী-৩৪১
সূত্র: ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।