বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সুমনের ইন্তেকাল | Daily Chandni Bazar বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সুমনের ইন্তেকাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৬:৩০
বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সুমনের ইন্তেকাল
ষ্টাফ রিপোর্টার

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সুমনের ইন্তেকাল

বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি, বিসমিল্লাহ ফল ভান্ডারের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব জাকির হোসেন সুমন (৪৫) সোমবার ভোর ৫ টায় সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না.. রাজেউন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। তার জানাযা নামায বাদ এশা শহরের খান্দার বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নামাযগড় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, আত্মীয় স্বজন, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার, সি: সহ সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সহ সংগঠনের কার্যনির্বাহি কমিটির সকল নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন