আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি | Daily Chandni Bazar আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০ ১৬:১৬
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি
অনলাইন ডেস্ক

আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি

৯ নভেম্বর, বগুড়ার আপডেট-
১০১নমুনায় শনাক্ত- ১৬জন। শজিমেকে ৯৪ নমুনায় ১০ এবং টিএমএসএস এ ৭ নমুনায় ৬জনের পজিটিভ।
শনাক্তের হার- ১৫.৮৪%
১৬জনের মধ্যে সদরের ১৩জন, শেরপুর ১, গাবতলী ১ এবং শাজাহানপুরে ১।
সুস্থ- ১৩জন।
মৃত্যু - ০০।
মোট আক্রান্ত- ৮২৫৬
মোট সুস্থ- ৭৭১৮
মোট মৃত্যু-১৯৪
এখন রোগী-৩৪৪
সূত্র: ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।