শিবগঞ্জে আলু বীজের সিন্ডিকেট বিপাকে কৃষক | Daily Chandni Bazar শিবগঞ্জে আলু বীজের সিন্ডিকেট বিপাকে কৃষক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০ ০০:৩০
শিবগঞ্জে আলু বীজের সিন্ডিকেট বিপাকে কৃষক
সাইফুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধিঃ

শিবগঞ্জে আলু বীজের সিন্ডিকেট বিপাকে কৃষক

বগুড়ার শিবগঞ্জে আলু বীজের তীব্র সংকট সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। চলতি মৌসুমে দাম বেশি পাওয়ায় সাধারন আলুর সঙ্গে সংরক্ষিত বীজ আলুও বিক্রি করছেন ব্যাবসায়ীরা। ফলে আলু রোপন মৌসুমে বীজ আলুর সংকটের শংকা দেখা দিয়েছে। এমন শংকায় নিরুপায় হয়ে কৃষকরাও বেশি দাম দিয়ে সংগ্রহ করছেন বীজ আলু। সিন্ডিকেটের কব্জায় আলু বীজ, প্রতি বস্তায় নেওয়া হচ্ছে ৫০০ টাকা বেশি। হিমাগার গুলোতে পর্যাপ্ত পরিমাণ আলু বীজ থাকার পরেও  সিন্ডিকেটের কব্জায় চলে গেছে আলু বীজ। ফলে স্থানীয় বাজারে আলু বীজের সংকট তৈরি হয়েছে।

কৃষকদের জিম্মি করে অসাধু ব্যাবসায়ী ও ডিলাররা নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তায় বেশি নিচ্ছে ৪০০/৬০০ টাকা। প্রশাসনের নেই নজরদারী। চলতি বছরে বিশ হাজার হেক্টর জমিতে আলু রোপনের লক্ষ মাত্রা ধরা হলেও কৃষকরা আলু বীজ নিয়ে পরেছেন বিপাকে। যে সব কৃষক আগাম বুকিং দিয়েছেন তারাই পাচেছ আলু বীজ, চাহিদা অনুযায়ী মিলছেনা আলুর বীজ। সরকারী বি,এ,ডিসি’র আলু বীজ এখনো বাজারে আসেনি তাই ভালো ফলন পাওয়ার আশায় বেসরকারী সংস্থার আলু বীজের দিকে ঝুকে পড়েছেন সাধারণ কৃষক ।