সিংড়ায় নারীর অংশগ্রহণ ও সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় | Daily Chandni Bazar সিংড়ায় নারীর অংশগ্রহণ ও সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০ ১৭:৩৬
সিংড়ায় নারীর অংশগ্রহণ ও সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

সিংড়ায় নারীর অংশগ্রহণ ও সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়

নাটোরের সিংড়ায় খান ফাউন্ডেশনের অপরাজিতা প্রকল্পের আওতায় নারীর অংশগ্রহণ ও সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মঈনুল হাসান, কৃষি সম্প্রসারন অফিসার জান্নাতুৃল ফেরদৌস, উপজেলা প:প: কর্মকর্তা শাকিয়া হায়দার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুমি খাতুন, ডা: ইশরাত জাহান প্রমূখ।

বক্তারা বলেন নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধিগন সরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে যুক্ত হয়ে সেবার মান উন্নয়নে অবদান রাখবে। সেবা প্রদানকারীদের সাথে অপরাজিতাদের সমন্বয় বৃদ্ধি পাবে, যার মাধ্যমে তাদের নেতৃত্বের বিকাশ ঘটবে এবং দরিদ্র জনগোষ্ঠীর সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। নিজ নির্বাচনী এলাকার জনগণের নিকট গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন