দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ বিতরণ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০ ১৭:৪২
দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ বিতরণ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ বিতরণ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) দুপচাঁচিয়া কর্তৃক আয়োজিত অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাত করণ কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে শস্য বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ১৬নভেম্বর সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘরম গ্রামে উপজেলা বিআরডিবি অফিসার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও জুনিয়র অফিসার(হিসাব) শাহিন বাদশার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রোকেয়া সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামনাশিস সরকার, চামরুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী, ইউপি সদস্য মোকছেদ আলী, সাবেক ইউপি সদস্য সারোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি অফিসের মাঠ সহকারী মতিয়ার রহমান, কৃষক আব্দুল খালেক প্রমুখ। সভা শেষে উপজেলার ১২টি দলে বাছাইকৃত ১৬০জন কৃষককে বিনামূল্যে ১কেজি করে সরিষাবীজের প্যাকেট বিতরণ  করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন