কাউনিয়ায় বিরি ধান ৮৭ এর মাঠ দিবস | Daily Chandni Bazar কাউনিয়ায় বিরি ধান ৮৭ এর মাঠ দিবস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০ ১৬:২৭
কাউনিয়ায় বিরি ধান ৮৭ এর মাঠ দিবস
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় বিরি ধান ৮৭ এর মাঠ দিবস

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন ও বিতরণ প্রকল্পের আওতায় আমন ধান বিরি ৮৭ এর মাঠ দিবস গত বৃহস্পতিবার স্কয়ার স্কুল মাঠে কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।মাঠ দিবেস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি রংপুর ড, মোঃ সরওয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাখেন মনিটরিং অফিসার রংপুর জেলা কৃষিবিদ মো: রেজাউল করিম, অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষন রংপুর মোঃ মাহাবুবুল ইসলাম।

বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুর ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, কৃষক আজিজুল ইসলাম, কৃষানী তানজিনা বেগম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন দেশের খাদ্য সয়ংসর্ম্পর্নতা অর্জনে কৃষি বিভাগ দিন রাত কাজ করে চলেছে। স্বর্ণ ধানের বিকল্প হিসেবে বিরি ধান ৮৭ এসেছে। এই ধানের ফলন ভাল ও খেতে অনেক সুস্বাদু। বীজ উৎপাদন ও সংরক্ষণে অপনাদের সকল প্রকার সুবিধা প্রদান করা হচ্ছে। মাঠ দিবসে রাজিব ও বল্লভবিষ্ণু বীজ উৎপাদন ও সংরক্ষণ কৃষক দলের ৩০ জন চাষি অংশ গ্রহন করে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন