ডিমলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা | Daily Chandni Bazar ডিমলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৮:৫৮
ডিমলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা
মোঃ বাদশা সেকেন্দার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

ডিমলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা

নীলফামারীর ডিমলা উপজেলা পল্লীশ্রী রি-কল -২০২১ প্রকল্পের আয়োজন আজ ২ ডিসেম্বর সকালে ৯নং টেপা খড়িবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে তেলির বাজার স্থানে গত ২৫ নভেম্বর থেকে চলতি ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিবিও নারী নেতা ফরিদা বেগম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ৯নং টেপা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান মোঃ মইনুল হক, অক্সফর্ম প্রতিনিধি সিনিয়র প্রোগ্রাম অফিসার জেসিকা গমেজ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-পল্লীশ্রী প্রজেক্টের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন সহ বিভিন্ন ইউনিয়নের সিবিওর নারী নেতৃগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তরা নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ, ইভটিজিং সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা শেষে অনুষ্ঠানটির সমাপ্তি করে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন