শেরপুরে জঙ্গিবাদ- মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar শেরপুরে জঙ্গিবাদ- মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ২২:৪৯
শেরপুরে জঙ্গিবাদ- মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে জঙ্গিবাদ- মৌলবাদ ও সাম্প্রদায়িকতার
বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

শেরপুরে জঙ্গিবাদ- মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। ৬ ডিসেম্বর রবিবার বিকালে শেরপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভূট্টো, সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু, আ.লীগ নেতা গোলাম হোসেন,  শ্রমিকলীগ নেতা কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান জিন্নাহ, মহসিন আলী, রাশেদুজ্জামান রাজু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সরকার, যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, জিহাদুল ইসলাম প্রমুখ।

বিশালাকার বিক্ষোভ মিছিলটি স্থানীয় এমপি হাবিবুর রহমানের নেতৃত্বে শেরপুর হাসপাতাল রোড থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনা উচ্ছেদে দেশের একটি পরাশক্তি আবারো মাথা চারা দিয়ে উঠেছে।

ওইসব দেশ বিরোধী চক্র এদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে আবারো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে। তারা আবারো এদেশকে পাকিস্তান বানাতে চায়। দেশবিরোধী ও মৌলবাদ চক্ররা এদেশের শান্তি প্রিয় মানুষের সাম্প্রদায়িকতার রাষ্ট্রে পরিণত করতে চায়।

এধরণে মৌলবাদ চক্রদের রুখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ তথা মুজিব সৈনিকরা ওইসব দেশবিরোধীচক্র প্রতিহত করতে সোচ্চার রয়েছে। তাই দেশবিরোধীচক্রের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ব আহবান জানান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন