দিনাজপুর হানাদার মুক্ত দিবস পালিত | Daily Chandni Bazar দিনাজপুর হানাদার মুক্ত দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০৯
দিনাজপুর হানাদার মুক্ত দিবস পালিত
বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর হানাদার মুক্ত দিবস পালিত

দিনাজপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর দিনাজপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ এর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুই, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিঃ পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন, দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ সহ-সভাপতি ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ এর সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ।
আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বুদ্ধিজীবী দিবস শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন হয় ও দিনাজপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে দিনাজপুরের মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার দিয়ে পশ্চিম রণাঙ্গন নামে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন