ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত | Daily Chandni Bazar ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:১৩
ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মোঃ বাদশা সেকেন্দার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাতির সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ ডিসেম্বর সোমবার সকালে ডিমলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে সকাল ৯ টায় উপজেলার বালাপাড়া ইউনিয়নে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভতে জাতীয় সংগীতে সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন পরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ইউএনও জয়শ্রী রানী রায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ আশরাফ আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার সহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পঅর্পণ করে উপজেলার ৭টি স্থানে শহীদ বুদ্ধিজীবীদের গণকবর জিয়ারত সহ বিশেষ মুনাজাত করা হয়, সেই সাথে শহীদ বুদ্ধিজীবী পরিবারদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন