কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন | Daily Chandni Bazar কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:১৮
কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বীর মুক্তিযোদ্ধার জয় যখন দোর গোড়ায়, পাকহানাদার বাহিনী বুঝতে পারে তাদের নিশ্চিত পরাজয় তখন তারা বাংলাদেশকে শত বছর পিছিয়ে দিতে হত্যা করে জাতীর শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। তাঁদের বিদেহী আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার রাতে শহীদবাগ ইউনিয়নের জুরাবান্ধা ঘুঘুরথান বদ্ধ ভুমিতে মোমবাতি প্রজ্জলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক দিলদার আলী,আওয়ামীলীগ নেতা পরিমল চক্রবর্তি, ছাত্ররীগ সভাপতি সুশান্ত সরকার প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন