বগুড়ায় আয়কর বিভাগের উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ডের অংশীজনদের সাথে চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ায় আয়কর ভবনের করতোয়া অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।কর অঞ্চল বগুড়া এর কর কমিশনার স্বপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের এর চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের মুসক নীতির সদস্য মোঃ মাসুদ সাদিক, আয়কর নীতির সদস্য মোঃ আলমগীর হোসেন এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি বগুড়া এর সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন।
সভায় উপস্থিত বগুড়ার ব্যবসায়ী মহলের পক্ষ থেকে চেম্বার সভাপতি মাসুদুর রহমান মিলন রাজস্ব আদায়ের সুবিধা এবং অসুবিধার বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুহিম বলেন, কর আদায়ে যাতে ব্যবসায়ী সহ শিল্পপতিদের হয়রানী হতে না হয় তার জন্য অন লাইনে কার কত কর হবে তার ব্যবস্থা করা হচ্ছে। যিনি কর দেওয়ার সামর্থ্য রাখেন না তাকে কর দেওয়ার জন্য কোন বাধ্যকতা নেই। তবে যারা কর দেওয়ার সামর্থ্য রাখেন তারা দেশের উন্নয়নে অবশ্যই কর দেবেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন