বগুড়ার ধুনট উপজেলায় ৭ বছর বয়সের এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে পুলিশ ওই শিশু কন্যার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নসরতপুর গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে তাবাচ্ছুক খাতুন (৭) সোমবার রাত ৮টার দিকে তার দাদা-দাদি ও দুই ফুফুর সঙ্গে নসরতপুর গ্রামের ওয়াজ মাহফিলে যায়। সে ওয়াজ মাহফিলের আশপাশে ঘোরাঘুরির এক পর্যায়ে রাত ১০টার দিকে নিখোঁজ হয়।
পরে তার স্বজনেরা খোঁজাখুজির একপর্যায়ে রাত ১টার দিকে ওই গ্রামের একটি বাঁশঝাড়ে ওই শিশু কণ্যাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে ওই শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন