বগুড়া শব্দকথন সাহিত্য আসরের বিজয় দিবস | Daily Chandni Bazar বগুড়া শব্দকথন সাহিত্য আসরের বিজয় দিবস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০ ২১:৩৫
বগুড়া শব্দকথন সাহিত্য আসরের বিজয় দিবস
ষ্টাফ রিপোর্টার

বগুড়া শব্দকথন সাহিত্য 
আসরের বিজয় দিবস

বগুড়া শব্দকথন সাহিত্য আসরে আয়োজনে শহরের ঝাউতলার অস্থায়ী কার্যালয়ে বিজয় দিবসরে আলোচনা সভা ও বিজয়ের কবিতা পাঠের আসরের আয়োজন করে। এসব অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়া শব্দকথন সাহিত্য আসরের পরিচালক এইচ আলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সম্বনয়কারি আব্দুস সালাম বাবু, আব্দুর রহমান টুলু, মাহাবুব টুটুল। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন