![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ শেরপুর জোনাল অফিসের আয়োজনে গাড়ীদহ ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার সকাল ১১টায় গ্রাহকদের নিয়ে গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবায়নযোগ্য জ¦ালানী পরিদপ্তর (বাপিবো) পরিচালক মো: আক্রাম হোসেন মন্ডল, শেরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ফখরুল আলম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম কারিগরী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকা পরিচালক মো: শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা শতভাগ বিদ্যুতায়ন সহ নানা মুখি উন্নয়ন মূলক বিষয় গ্রাহকদের মাঝে তুলে ধরেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন