নাট্যকার মান্নান হীরার মৃত্যুতে বগুড়ার সাংস্কৃতিক সংগঠনের শোক | Daily Chandni Bazar নাট্যকার মান্নান হীরার মৃত্যুতে বগুড়ার সাংস্কৃতিক সংগঠনের শোক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০ ১৭:৪৩
নাট্যকার মান্নান হীরার মৃত্যুতে বগুড়ার সাংস্কৃতিক সংগঠনের শোক
ষ্টাফ রিপোর্টার

নাট্যকার মান্নান হীরার মৃত্যুতে 
বগুড়ার সাংস্কৃতিক সংগঠনের শোক

শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশের জনপ্রিয় নাট্যকার, নির্দেশক ও বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। তাঁর মৃত্যুতে পথনাটক পরিষদের সদস্য দল- বগুড়া নান্দনিক নাট্য দলের সভাপতি তাপস কুমার নিয়োগী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী শোক প্রকাশ করেন। অনুরুপ শোক প্রকাশ করেছেন, আনন্দকণ্ঠ বগুড়ার সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, শব্দকথন সাহিত্য আসরের পরিচালক এইচ আলিম, সমন্বয়কারি আব্দুস সালাম বাবু, পাঠকপণ্য পাঠশালার সভাপতি পান্না করিম, সাধারণ সম্পাদক জয়ন্ত দেব এক শোক বিজ্ঞপ্তিতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন