জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক | Daily Chandni Bazar জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০ ১৮:০২
জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
সুমন কুমার সাহা জয়পুরহাট:

জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য  আটক

জয়পুরহাটের ক্ষেতলালে  ডাকাতির   প্রস্তুতিকালে দেশীয়  অস্ত্র, একটি ট্রাকসহ অন্তঃজেলা ডাকাত দলের  ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার  মুন্দাইল এলাকা থেকে তাদের আটকের পর বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ গ্রামের মোতালেবের ছেলে মেহেদী হাসান(২৫) গাইবান্ধার ক্ষুদ্র মাটি বাড়ী গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হাই(৪০),বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিলস পশ্চিমপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আবুল কালাম(৩৫), নিশিন্দারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে বকুল(৩৪), তিলাস গ্রামের ফরহাজ সরকারের ছেলে হেলাল উদ্দিন(৪২) একই গ্রামের আজাহার আলীর ছেলে রমজান আলী(৩০),

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, একটি অভিনব ও সংঘবদ্ধ চক্র জেলার বিভিন্ন সড়কে রাতে খালি ট্রাক নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনও মালামাল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনও যাত্রীদের খুন করে লাশ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্ততি  কালে দেশীয় অস্ত্র, ট্রাকসহ ৬ জনকে আটক করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন