
বগুড়ায় করোনা ভাইরাসে নতুন করে আরো ১৬ জন আক্রান্ত এবং নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৯ হাজার ৫৫০ জন। আর এ পর্যন্ত মৃত্যু হলো ২২৩ জনের। আর নতুন করে সুস্থ হয়েছে ২৪ জন।মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় (২৮ ডিসেম্বর) ১৯৫ টি নমুনা পরীক্ষা করে বগুড়ায় নতুন করে ১৬ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। নতুন আক্রান্তের মধ্যে বগুড়া সদর উপজেলার ১২ জন, শাজাহানপুরে ৩ এবং অপরজন জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। আর সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কাহালু উপজেলার বাসিন্দা মোছা: রুবিনা খাতুন (৭০)।বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১৩ জন এবং টিএমএসএস মেডিকেল হাসপাতালে ৭টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ হয়। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮ হাজার ৭৪৮জন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন