বগুড়ায় হয়রানীর প্রতিবাদে ইট বিক্রি করবে না ভাটা মালিকরা | Daily Chandni Bazar বগুড়ায় হয়রানীর প্রতিবাদে ইট বিক্রি করবে না ভাটা মালিকরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ২৩:১৬
বগুড়ায় হয়রানীর প্রতিবাদে ইট বিক্রি করবে না ভাটা মালিকরা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় হয়রানীর প্রতিবাদে ইট
বিক্রি করবে না ভাটা মালিকরা

বগুড়া জেলা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতি পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তাদের হয়রানীর প্রতিবাদে সভা ডেকে ১ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত ইট ভাটা থেকে কোন ইট বিক্রি ও সরবরাহ করবে না বলে ঘোষণা দেওয়া হলো। মঙ্গলবার দুপুরে বগুড়া নাজগার্ডেন এর সভাকক্ষে সমিতির সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ এই ঘোষণা প্রদান করেন। 

এর আগে শতাধিক ইটভাটা মালিকদের সমন্বয়ে একটি প্রতিবাদ সভার আয়োজনে করেন। সে সভা থেকে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইটভাটা মালিকদের নামে হয়রানী, কিছু কর্মকর্তা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাটামালিকদের বিপদগ্রস্থ করছে বলে জানানো হয়।বগুড়া জেলা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দেশের উন্নয়নে ভাটা মালিকরাও অংশগ্রহণ করেছে। অথচ পরিবেশ অধিদপ্তর থেকে ইটভাটা মালিকদের হয়রানাী করা হচ্ছে। এই হয়রানীর প্রতিবাদে আগামী ১ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী কোন ইট বিক্রি বা সরবরাহ করা হবে না। হয়রানী করা বন্ধ না হলে এরপর আবারো নতুন করে কঠোর কর্মসূচি প্রদান করা হবে। বগুড়ায় প্রায় ২০০ ইটভাটা রয়েছে। তারা কেউ ইট বিক্রি বা সরবরাহ করবে না।অনুষ্ঠিত প্রতিবাদ সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল। বক্তব্য রাখেন সহ সভাপতি জাহিদুল ইসলাম হেলাল, তোফাজ্জল হোসেন, আবু সাঈদ, রফিকুল ইসলাম, শাহিনুর রহমান রনি, মোতালেব হোসেন, মোস্তাফিজার রহমানসহ অন্যান্য ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন