বগুড়ায় সাবান তৈরীতে ওজন কম ২০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় সাবান তৈরীতে ওজন কম ২০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ২৩:১৯
বগুড়ায় সাবান তৈরীতে ওজন কম ২০ হাজার টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সাবান তৈরীতে ওজন 
কম ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের মাটিডালিতে সোমবার বিকালে ভোক্তা অধিকার আইনে অনুমোদন বিহীন সাবান তৈরী ও ওজনে কম দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে নিউ শাহ আমানত সোপ ফ্যাক্টিরীর ২০ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাছিম রেজার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা দণ্ডের নির্দেশ প্রদান করেন। সাবান ফ্যাক্টিারীর মালিক সাম্উিল জরিমানা প্রদানকরেন। এ ছাড়া মাস্ক না পরার অপরাধে ৪ জনকে ১ টি মামলায় ৪০০ টাকা টাকা জরিমানাঅর্থদণ্ড প্রদান করা হয়। ইতোপূর্বে এই সাবান ফ্যাক্টরীকে একই অভিযোগে ও কপিরাইট নকল করার অভিযোগে অর্থ দণ্ড করা হয়েছিল।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন