![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
জামালপুর সদর হাসপাতালে চিকিৎসক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে ও ১০ দফা দাবিতে বগুড়া জেলার ৩৯ তম বিসিএস চিকিৎসকবৃন্দরা একটি স্মারকলিপি প্রদান করেছে। বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশুর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ) সচিব বরাবর প্রদান করা হয়।স্মারকলিপি গ্রহণ করে ডাঃ মোঃ সামির হোসেন মিশু বলেন, যথাযথ কর্তৃপক্ষের কাছে ১০ দফা দাবীর স্মারকলিপিটি পৌঁছানো হবে এবং এ বিষয়ে যেন উদ্যোগ গ্রহণ করা হয় সে বিষয়ে জোর দাবী জানানো হবে।
স্মারকলিপিতে বলা হয় গত ২৫ ডিসেম্বর জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানের পরেও অবহেলার অভিযোগে রোগীর স্বজনরা চিকিৎসকসহ ইন্টার্নি চিকিৎসক ও হাসপাতাল স্টাফদের মারপিট ও লাঞ্চিত করা হয়েছে। হাসপাতালের ভেতরে প্রবেশ করে সরকারি কর্মকর্তাদের মারপিট, সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। এসব ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের সেবাদানকারি কর্মকর্তা ও কর্মচারিরা শঙ্কিত হয়ে পড়েছে। তারা সেবা দান করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাস্থ্যসেবার সাথে জড়িত প্রত্যেককে নিরাপত্তা জরুরী হয়ে পড়েছে। এসব ঘটনার যথাযথ বিচার করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। দশ দফা দাবীর মধ্যে রয়েছে, হামলার ঘটনায় মামলা দায়ের করে অভিযুক্তদের গ্রেফতার ও মামলা পরিচালনায় সকল সহযোগিতা প্রদান, দ্রুততার সাথে চার্জশীট দালিক করাসহ বিচার কাজ দ্রুত সম্পন্ন করা, পুলিশ সদস্যদের দায়িত্বের বিষয়টি খতিয়ে দেখা, জরুরী সেবা প্রদান করে থাকে এমন সকল প্রতিষ্ঠানকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন দাবী দাওয়া পেশ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন