জয়পুরহাটে ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানো মা-ছেলেকে পুরুষ্কৃত করলো উপজেলা প্রশাসন | Daily Chandni Bazar জয়পুরহাটে ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানো মা-ছেলেকে পুরুষ্কৃত করলো উপজেলা প্রশাসন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০ ২০:৫২
জয়পুরহাটে ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানো মা-ছেলেকে পুরুষ্কৃত করলো উপজেলা প্রশাসন
সুমন কুমার সাহা জয়পুরহাট:

জয়পুরহাটে ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানো মা-ছেলেকে পুরুষ্কৃত করলো উপজেলা প্রশাসন

জয়পুরহাটে নিশ্চিত ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার হাত থেকে শত শত ট্রেনের যাত্রীকে রক্ষা করা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুরী গ্রামের সেই কিশোর সাজিদ ও তার মাকে  পুরস্কৃত করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে সাজিদ ও তার মায়ের হাতে নগদ টাকা তুলে দেন পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা  বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা।

উল্লেখ্য গত রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুরী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সহিদা বেগম বাড়ির পাশর্^বর্তী রেল লাইন পাড়াপাড় হচ্ছিলেন। এ সময় তিনি একটি রেল লাইনে ফাটল দেখে সাথে সাথে তিনি লাঠিতে লাল গেঞ্জি লাগিয়ে ছেলে সাজিদকে তা উড়াতে বলেন। পরে সাজিদ লাল গেঞ্জি উড়িয়ে থামিয়ে দেন ঢাকা গামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনটিকে। এতে বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনে থাকা শতশত যাত্রী। 

কিশোর সাজিদ হোসেন বলেন “মায়ের নির্দেশে যাত্রীদের প্রাণ ও ট্রেন বাঁচাতেই লাল গেঞ্জি নিয়ে রেল লাইনে দাঁড়িয়েছিলাম, ট্রেন আসা দেখে লাঠিতে লাগানো ওই লাল গেঞ্জি উড়ালে যখন ট্রেন থামল, তখন ভিষন ভয় পেয়েছিলাম। তারপর যখন ট্রেন যাত্রী, ট্রেন চালক ও এলাকার অনেক মানুষ এসে খুব সাবাস দিল তখন কি যে ভালো লাগল তা আর বোঝাতে পারব না, সব চেয়ে বড় কথা, দূর্ঘটনার হাত থেকে শত শত যাত্রীসহ ট্রেনটিকে রক্ষা করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।”

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন