![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার হচ্ছে, কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এর আওতায় গাইবান্ধা সাঘাটা উপজেলায় ভূমিহীনদের জন্য প্রধান মন্ত্রী দেয়া ৩৫টি ও ডেপুটি স্পিকার এর দেয়া ২টি মোট ৩৭ টি ঘড় নির্মান করা হচ্ছে। গত মঙ্গলবার কচুয়া ইউনিয়নের নতুন ৪টি ঘর গৃহ নির্মান কাজ পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন এ সময় তিনি ঘর নির্মানের কাজ দ্রুত সমাপ্তের জন্য পরামর্শ দেন। এ সময় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর , নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড, কচুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউপি সদস্য তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। উপকার ভোগী মজিবর রহমান জানান নদী ভাঙ্গনে সর্বহারা হয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়ে অতি কষ্টে জীবন যাপন করেছিলাম প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে আমি খুব খুশি আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন