মহাদেবপুরে গৃহকর্মীকে ধর্ষণ কলেজ ছাত্র গ্রেফতার | Daily Chandni Bazar মহাদেবপুরে গৃহকর্মীকে ধর্ষণ কলেজ ছাত্র গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৪
মহাদেবপুরে গৃহকর্মীকে ধর্ষণ কলেজ ছাত্র গ্রেফতার
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

মহাদেবপুরে গৃহকর্মীকে ধর্ষণ
কলেজ ছাত্র গ্রেফতার

নওগাঁর মহাদেবপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক কলেজ ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে উপজেলা শহরের মহিলা কলেজ পাড়াস্থ এলাকার বাসিন্দা মৃত শামসুদ্দীন আহম্মেদের স্ত্রী মোছা: নাজমা আহম্মেদের বাসার গৃহকর্মী সানজিদা খাতুন তানুজকে (২১) ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র রাসেলকে গত ৩০ ডিসেম্বর বুধবার রাতে থানা পুলিশ গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ, নজরুল ইসলাম জুয়েল জানান, গত ৬ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৭ টার সময় ওই বাসার গৃহকর্মী উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদিশহর গ্রামের মৃত আব্বাছ আলীর কন্যা সানজিদা খাতুন তানজুকে একই বাড়ির কাজের ছেলে উপজেলার ইটালী গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে নওগাঁ ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্র মোঃ রাসেল (২২) নাজমা আহম্মেদের বাসার দো’তলায় জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ ঘটনার দিন নাজমা আহম্মেদ বাসায় অনুপস্থিতির সুযোগে রাসেল এ ধর্ষণ ঘটনা ঘটায়। ধর্ষণ ঘটনার বিচার চেয়ে সানজিদা খাতুন স্থানীয় মাতব্বরদের দারে দারে ঘুরে ব্যার্থ হয়ে গত ৩০ ডিসেম্বর রাতে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এ মামলা দায়ের এর পর পুলিশ রাসেলকে তার গ্রামের বাড়ি থেকে ওই রাতেই গ্রেফতার করে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু রায়হান জানান। এদিকে এ ধর্ষণ মামলাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহাল গত রাত থেকেই বেশ তৎপর হয়ে উঠেছে। গ্রেফতারকৃত রাসেলকে গত ৩১ ডিসেম্বর আদালতে সোর্পদ করাসহ ধর্ষিতা সানজিদাকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। # গৌতম কুমার মহন্ত, ৩১-১২-২০২০, মহাদেবপুর, নওগাঁ।  

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন