নওগাঁয় তামাক নিয়ন্ত্র আইন বাস্তবায়নে টাস্কফোর্স কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা | Daily Chandni Bazar নওগাঁয় তামাক নিয়ন্ত্র আইন বাস্তবায়নে টাস্কফোর্স কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৮
নওগাঁয় তামাক নিয়ন্ত্র আইন বাস্তবায়নে টাস্কফোর্স কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় তামাক নিয়ন্ত্র আইন বাস্তবায়নে টাস্কফোর্স কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা

নওগাঁয় জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্র আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে এর কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদএর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাহ নেওয়াজ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনজুর এ মোর্শেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল-রশীদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মাদ, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রানীর প্রধান নির্বাহী ফজলুক হক খান, াগ্রযাত্রার নির্বাহী নির্বাহী পারিচালক রায়হান আলমসহ বক্তব্য রাখেন। প্রশিক্ষন কর্মশালায় ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিকগুলো আলোচনা করা হয়। কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন