নওগাঁয় ১০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২ | Daily Chandni Bazar নওগাঁয় ১০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:৫০
নওগাঁয় ১০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ১০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২

নওগাঁয় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৭২ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে জেলা মান্দা ও পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিবি পুলিশ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন-বাগমারা উপজেলার বাইগাছা গ্রামের আশরাফ স্বর্নকারের ছেলে এবাদত হোসেন (৩৫) ও পত্নীতলা উপজেলার অষ্টমাত্রাই এলাকা মিন্নত আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টায় পত্নীতলা উপজেলার অষ্টমাত্রাই এলাকা অভিযান চালিয়ে  ৫কেজি গাঁজাসহ জামিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। অপরদিকে  রাত ১১টার দিকে মান্দা উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ কেজি গাঁজাসহ এবাদত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজারমুল্য ২ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।  এ ব্যপারে পত্নীতলা ও মান্দা থানার মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান মিয়া আরও জানান গত ২৪ ঘন্টায় পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।  সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ পুলিশ সুপার সদর সার্কেল আবু সাঈদ, সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন, ডিবি পুলিশের পরিদর্শক কে এম শামসুদ্দিন উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন