বগুড়ায় সাংবাদিকদের উপর হামলা মামলায় ইউপি সদস্য গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় সাংবাদিকদের উপর হামলা মামলায় ইউপি সদস্য গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ২১:৪৪
বগুড়ায় সাংবাদিকদের উপর হামলা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সাংবাদিকদের উপর হামলা 
মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবির উপর হামলাকারি ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে তার নিজ এলাকা বগুড়া সদরের দশটিকা গ্রাম থেকে আটক করে। সে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য। এদিকে হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বহিস্কৃত শ্রমিকলীগ নেতা মো: জনি মিয়া ও নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমান সহ আরো ১০-১২ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেছেন আহত সাংবাদিক মাজেদ রহমান। 

মামলা দায়ের এর কিছু আগে ছিনতাই করা ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙ্গা এবং পরিত্যক্ত অবস্থায় স্থানীয় একটি ঘর থেকে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। তবে মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদ রহমান ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবির উপর হামলাকারিদের গ্রেফতারে ৪৮ ঘন্টার সময় দিয়ে আল্টিমেটাম ঘোষণা করেছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিট। বৃহস্পতিবার বগুড়া শহরের সাতমাথায় সকালে সময় টিভির সাংবাদিক মাজেদ রহমান ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবির উপর হামলার প্রতিবাদে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিট আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ৪৮ ঘন্টার সময় বেধে দেন। 
কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিকদের মধ্যে আবদুর রহিম বগুড়া, হাসিবুর রহমান বিলু, চপল হাসা, সবুর শাহ লোটাস, মির্জা সেলিম রেজা। এত সভাপতিত্ব করেন বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের সভাপতি জিএম সজল। সঞ্চালনা করেন মেহেরুল সুজন। মনববন্ধন কর্মসূচিতে বিভিন্ন টেলিভিশন, অনলাইন, দৈনিক পত্রিকার সাংবাদিককবৃন্দ অংশগ্রহণ করেন।বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, আাসমীদের গ্রেফতার অভিযান চলছে এবং ছিনতাই হওয়া ক্যামেরা ও মাইক্রোফোন উদ্ধার করা হয়েছে। জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, এ ঘটনার সাথে জড়িত শ্রমিকলীগের স্থানীয় নেতা জনিকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশন বগুড়া অফিসের ষ্টাফ রিপোর্টার মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবি ওই হামলার শিকার হন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন