বগুড়ায় করোনায় আক্রান্ত ২০ জন | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় আক্রান্ত ২০ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ২১:৪৫
বগুড়ায় করোনায় আক্রান্ত ২০ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায়
আক্রান্ত ২০ জন

বগুড়ায় করোনা ভাইরাসে নতুন করে আরো ২০ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৯ হাজার ৫৯০ জন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ১৮, গাবতলী ও শেরপুর উপজেলায় ১ জন করে। বৃহস্পতিবার বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় (৩০ ডিসেম্বর) ২০০ টি নমুনা পরীক্ষা করে বগুড়ায় নতুন করে ২০ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯৪ টি নমুনা পরীক্ষায় ১৭ জন এবং টিএমএসএস মেডিকেল হাসপাতালে ৬টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ হয়। নতুন ২১ জন নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৮ হাজার ৭৯৯ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ২২৪ জনের।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন