ধারের টাকা চাইতে গিয়ে ভাতিজার হাতে চাচি খুন | Daily Chandni Bazar ধারের টাকা চাইতে গিয়ে ভাতিজার হাতে চাচি খুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ২১:৫৪
ধারের টাকা চাইতে গিয়ে ভাতিজার হাতে চাচি খুন
সুমন কুমার সাহা জয়পুরহাট:

ধারের টাকা চাইতে গিয়ে ভাতিজার হাতে চাচি খুন

জয়পুরহাট পৌর এলাকার খনজনপুর পূর্বপাড়া মহল্রায় মাছুমা বেগম (৪৫) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা রাবিকুল হাসান টিটু (৩০)। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর হত্যাকারী টিটুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। নিহত মাছুমা একই এলাকার সাঈদ আলীর স্ত্রী। আর রাবিকুল হাসান টিটু ওই এলাকারই আবু সুফিয়ানের ছেলে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, গৃহবধু মাছুমা বেগম তার দেবরের ছেলে টিটুকে কয়েকদিন আগে দুই হাজার টাকা ধার দেয়। বৃহস্পতিবার সকালে মাছুমা সেই টাকা ফেরত চাইতে গেলে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে টিটু ক্ষিপ্ত হয়ে তার চাচী মাসুমাকে ধারালো হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক টিটুকে আটক করে থানায় নিয়ে আসে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন