কাউনিয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে পাঠ্য পুস্তক উৎসব | Daily Chandni Bazar কাউনিয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে পাঠ্য পুস্তক উৎসব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২১ ১৬:৪৬
কাউনিয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে পাঠ্য পুস্তক উৎসব
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে পাঠ্য পুস্তক উৎসব

কাউনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিন গত শুক্রবার বিনামূল্যে বই বিতরণ করা হয়।বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা কাউনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক কুমার প্রমূখ। পরে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই বিতরণ করা হয়। এছারাও কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন রংপুর জেলা আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক সহ শিক্ষকবৃন্দ। পরে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ও ভোকেশনালের ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন