বগুড়া কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সভাপতি হোসনে আরা সম্পাদক গফুর | Daily Chandni Bazar বগুড়া কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সভাপতি হোসনে আরা সম্পাদক গফুর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:২৩
বগুড়া কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সভাপতি হোসনে আরা সম্পাদক গফুর
ষ্টাফ রিপোর্টার

বগুড়া কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের 
সভাপতি হোসনে আরা সম্পাদক গফুর

বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং জেলার বিশিষ্ট ব্যবসায়ি শাহ সুলতান গ্রুপের এমডি আলহাজ্ব আব্দুল গফুর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।  শনিবার বগুড়ার সদরের নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভায় এই নতুন কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের আগে বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বগুড়ার শেরপুরের রাকিব সাকিব হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জয়পুরহাটের স্থানীয় কোল্ড ষ্টোরেজের প্রতিনিধি মোখলেছুর রহমান মোল্লা মোঃ আলমগীর হোসেনসহ কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের বিভিন্ন নের্তৃবৃন্দ। 
সভায় উপস্থিত সবার সর্ব সম্মতিক্রমে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে পুনরায় সভাপতি নির্বাচিত করেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ফজলুর রহমান পাইকর, আলহাজ্ব খলিলুর রহমান, মোঃ মিজানুর রহমান, এ্যাডঃ তোজাম্মেল হোসেন, মোখলেছুর রহমান মোল্লা, সাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, মোঃ শহিদুল ইসলাম শহিদ, আব্দুল হান্নান মিঠু, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার প্রসাদ, সহ-কোষাধ্যক্ষ খন্দকার সাহাদৎ হোসেন, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন বাদল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার মাহ্রুখ হোসেন, সদস্য মনছুর রহমান, শফিকুল ইসলাম, শরিফ আহম্মেদ, জাকির হোসেন, মেহেদী হাসান চৌধুরী। কিছু শূন্য পদ পর্যায় ক্রমে পূরুন করার এবং আগামী ৬ ফেব্রুয়ারী পরবর্তী সভা আহ্বান করা হয়। সভা বলা হয় আলু সংরক্ষণ মৌসুমে ১০০ বস্তার নীচে কোল্ড ষ্টোরেজে আলু সংরক্ষণে ৪ টাকা ১৫ পয়সা ও ১০০ বস্তার উপর ৪ টাকা দাম নির্দ্ধারণ করা হয়। সরকারি নির্দেশনা মতে ৫০ কেজি ধারণ ক্ষমতা সম্পূর্ণ বস্তা ব্যবহার করার জন্য কৃষক ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেছেন কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন