জয়পুরহাটে গাছ কাটতে গেয়ে ডালের নিচে চাপা পড়ে প্রাণ হারালো শ্রমিক | Daily Chandni Bazar জয়পুরহাটে গাছ কাটতে গেয়ে ডালের নিচে চাপা পড়ে প্রাণ হারালো শ্রমিক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:২৮
জয়পুরহাটে গাছ কাটতে গেয়ে ডালের নিচে চাপা পড়ে প্রাণ হারালো শ্রমিক
সুমন কুমার সাহা জয়পুরহাট:

জয়পুরহাটে গাছ কাটতে গেয়ে ডালের নিচে চাপা পড়ে প্রাণ হারালো শ্রমিক

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামে গাছের নিচে চাপা পড়ে আব্দুল হাই (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে । শনিবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে।নিহত আব্দুল হাই বুড়াইল পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরেন্দ্রনাথ মন্ডল জানান ,শনিবার সকাল থেকে চুক্তি নিয়ে কয়েকজন শ্রমিকের সাথে গাছ কাটায় অংশ নেয় দিনমজুর আব্দুল হাই। বিকেলে গাছের দড়ি ধরে ছিলেন তিনি। কিন্তু অসাবধানতা বশতঃ গাছের মোটা একটি কান্ড তার উপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন