ধুনটে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম | Daily Chandni Bazar ধুনটে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:৩৭
ধুনটে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম
ধুনট (বগুড়া) প্রতিনিধি :

ধুনটে জমি নিয়ে বিরোধে 
যুবককে কুপিয়ে জখম

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধে আল-আমিন (১৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় শনিবার (২ জানুয়ায়ি) বিকেলে আল-আমিনের বাবা বাচ্চু প্রামাণিক বাদী হয়ে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আবু হোসেনের ছেলে হেকমত প্রামানিক ও রহমত প্রামানিক সহ ৫জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগসূত্রে জানাগেছে, রাঙ্গামাটি গ্রামের বাচ্চু মিয়ার সঙ্গে প্রতিবেশি আবুল হোসেনের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১ জানুয়ারী আবুল হোসেন, তার ছেলে হেকমত প্রামানিক ও রায়মত প্রামানিক সহ ৫/৬জন বাচ্চু মিয়ার জমি দখলের জন্য যায়। এসময় বাচ্চু মিয়ার ছেলে আল-আমিন বাধা দিলে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনেরা। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন