বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | Daily Chandni Bazar বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২১ ২০:৫১
বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী 
কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার সকালে শহরের জলেশ^রীতলা পুরাতন শিল্পকলা একাডেমী ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সমিতির প্রায় ৪ শতাধিক দুস্থ সদস্যদের মাঝে শীতবস্ত্রস্বরুপ কম্বল বিতরণ করা হয়েছে।সংগঠনের বগুড়া জেলা শাখার চেয়ারম্যান শামসুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ সকলের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উক্ত সমিতি ইতিবাচকভাবে অবসরে যাওয়া সরকারী কর্মচারীদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ এবং তাদের বিপদে আপদে পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা প্রশংসনীয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং সমিতির বগুড়া জেলা শাখার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম। অনুষ্ঠানে সার্বিক বিষয় অবগত করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সালামতউল্লাহ, ছমির উদ্দিন, আব্দুস সামাদ, আকতার হোসেন প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন