
বগুড়ায় করোনা ভাইরাস পরীক্ষা করার মেশিন সচল হয়েছে। সচলের দিনেই বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজন মারা গেছেন। এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৭জন। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া সদরের গোকুল এলাকার আব্দুল বারিক (৭৫) ও টিএমএসএস হাসপাতালে সিরাজগঞ্জ উপজেলার রফিকুল ইসলাম (৬১) মারা যান।
বুধবার বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় (৫জানুয়ারী) ৪৮ টি নমুনা পরীক্ষা করে বগুড়ায় ৭জন পজিটিভ হন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩৩ টি নমুনা ২ জন পজিটিভি এবং টিএমএসএস মেডিকেল হাসপাতালে ১৫টি নমুনা পরীক্ষায় ৫ জন পজিটিভ হন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৪১ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৩২ জনের। আর সুস্থ হয়েছে ৮ হাজার ৮৮৫ জন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন