শাক তুলতে গিয়ে গণ-ধর্ষণের শিকার তরুনী | Daily Chandni Bazar শাক তুলতে গিয়ে গণ-ধর্ষণের শিকার তরুনী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ২১:০৫
শাক তুলতে গিয়ে গণ-ধর্ষণের শিকার তরুনী
সুমন কুমার সাহা জয়পুরহাট:

শাক তুলতে গিয়ে গণ-ধর্ষণের শিকার তরুনী

মাঠের জমি থেকে শাক তুলে বাড়ির ফেরার পথে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামে ধর্ষণের শিকার হয়েছে (১৯) বছরের এক হিন্দু ধর্মাবলম্বী তরুনী। ধর্ষণের শিকার ওই তরুনীর বাড়ি উপজেলার উচনা গ্রামে। এঘটনায় তিন জনকে আসামী করে ধর্ষণের শিকার ওই তরুনী বাদি হয়ে শুক্রবার দুপুরে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত (৬ জানুয়ারী) বুধবার বিকালে ধরঞ্জী ইউপি’র সালুয়ার বিল থেকে শাক তুলে মাঠ দিয়ে বাড়ি ফিরছিলো ওই তরুনী। এসময় উচনা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২১), ফজলুর রহমানের ছেলে হাবিব (২৬) ও জাহান আলীর ছেলে মনোয়ার হোসেন (১৯) তরুনীকে একা পেয়ে আব্দুর রাজ্জাক ও হাবিব ওই তরুনীকে পাশের আলু ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে আহত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন শুক্রবার দুপুরে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন