দুপচাঁচিয়ার তালোড়ায় শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন | Daily Chandni Bazar দুপচাঁচিয়ার তালোড়ায় শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ২১:১৬
দুপচাঁচিয়ার তালোড়ায় শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ার তালোড়ায় শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার দুবড়া উত্তরপাড়া ক্রীড়া সংঘের উদ্যোগে শর্টপিচ নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দুবড়া উত্তরপাড়া বেলতলা মাঠে প্রধান অতিথি হিসাবে পায়রা উড়িয়ে এ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু। উদ্বোধনী সভায় তিনি বলেন, যুব সমাজকে সব সময় নেশা হতে দুরে থাকতে হবে। সেই সঙ্গে অবসর সময়ে সুস্থ ধারার ক্রীড়া চর্চা করলে শরীর ও মন ভাল থাকে। সংঘের সভাপতি এনামুল হক সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ সরদারের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাগরপুর বাঁধন ক্লাবের সভাপতি ও শিক্ষক শিহাব শাহরিয়ার সুজন, তালোড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম নজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সহিদুল ইসলাম, সংঘের সদস্য শাকিব শাহ, রাকিব প্রাং, আবু বোরাইদ, জাকারিয়া হোসেন, রাব্বিসহ সংঘের সদস্যগণ। উদ্বোধনী ক্রিকেট টুর্ণামেন্টে তালোড়া বন্ধন ক্রীড়া সংঘ বনাম পগুইল ডেঞ্জার্স হিরোস ক্লাব অংশ নেয়। খেলায় অ্যাম্পিয়ারের দায়িত্ব পালন করেন রুহুল আমিন। এ ক্রিকেট টুর্ণামেন্টে ৮টি টিম অংশ গ্রহণ করবে।
 
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন