প্রযুক্তি কখনই মেধা ও সৃজনশীলতার জায়গা দখল করতে পারবে না | Daily Chandni Bazar প্রযুক্তি কখনই মেধা ও সৃজনশীলতার জায়গা দখল করতে পারবে না | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১ ০৯:২৫
প্রযুক্তি কখনই মেধা ও সৃজনশীলতার জায়গা দখল করতে পারবে না
অনলাইন ডেস্ক

প্রযুক্তি কখনই মেধা ও সৃজনশীলতার জায়গা দখল করতে পারবে না

মেধা ও সৃজনশীলতার জায়গা প্রযুক্তি কখনই দখল করতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, 'যন্ত্র বা প্রযুক্তি দুটি জায়গা দখল করতে পারবে না। এর একটি মেধা এবং অপরটি হচ্ছে সৃজনশীলতা। আমাদের ন্যূনতম ডিজিটাল দক্ষতা থাকলেও প্রযুক্তির চ্যালেঞ্জ দূর করা সম্ভব।'

শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় ওয়েবিনারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘এন্টারপ্রিনিয়ার্স ডায়েরি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, 'আগামী দিনে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র-ছাত্রীদের উপযোগী করে তৈরি করতে না পারলে টিকে থাকা কঠিন হবে।‌ এজন্য প্রত্যেককে ডিজিটাল দক্ষতা থাকতেই হবে।'

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রকৃত পরিবেশ, সঠিক দিক-নির্দেশনা ও উপযুক্ত সহায়তা প্রদান খুবই প্রয়োজন। এ সবের পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। এতে তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকে না।

তিনি আরও বলেন, ‌‘‌বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রফতানি করছে। বাংলাদেশে উৎপাদিত মোবাইল দেশের মোট চাহিদার ৫২ ভাগ পূরণ করছে। নাইজেরিয়া, নেপাল ও আমেরিকায় বাংলাদেশ কম্পিউটার ও মোবাইল ফোন রফতানি করছে। করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের ৭০ ভাগ রোগী ঘরে বসে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে, ডিজিটাল কমার্স চারগুণ বেড়েছে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে ইন্টারনেটে শিশুরা পড়া লেখা করার সুযোগ পাচ্ছে যা কখনো কল্পনাও করা যায়নি।'

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন