সিংড়ায় মিথ্যা চুরির অভিযোগে দুই ছাত্রকে গাছের সাথে বেধে পিটালো মাদক ব্যবসায়ীরা | Daily Chandni Bazar সিংড়ায় মিথ্যা চুরির অভিযোগে দুই ছাত্রকে গাছের সাথে বেধে পিটালো মাদক ব্যবসায়ীরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১ ১৯:০৮
সিংড়ায় মিথ্যা চুরির অভিযোগে দুই ছাত্রকে গাছের সাথে বেধে পিটালো মাদক ব্যবসায়ীরা
ষ্টাফ রিপোর্টার

সিংড়ায় মিথ্যা চুরির অভিযোগে দুই ছাত্রকে গাছের সাথে বেধে পিটালো মাদক ব্যবসায়ীরা

নাটোরের সিংড়ায় মিথ্যা ছাগল চুরির অভিযোগে সাগর ও অন্তর নামে দুই ছাত্রকে গাছের সাথে বেধে পিটালো মোস্তফা সরদার ও সোহেল হোসেন নামে স্থানীয় মাদক ব্যাবসায়ী। এ সময় তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা। গতকাল রবিবার উপজেলার বিলদহর বাজারে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মোস্তফা সরদার ও সোহেল হোসেন এলাকা থেকে পালিয়ে যায়। আহত সাগরের মা ও স্থানীয়রা জানান, দুপুরে সাগর ও অন্তর কাঁচা বাজার করতে বিলদহর বাজারে যায়। পথে বিলদহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে স্থানীয় মাদক ব্যবসায়ী মোস্তফা ও কালিনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে সোহেল তাদের ধরে মারপিট করে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বলা হয় তারা এলাকার একটি ছাগল চুরি করেছে তাই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। খবর পেয়ে সাগরের মা ও স্থানীয়রা তাদের মারপিটে বাধা দিতে গেলে মোস্তফা ও সোহেল তাদেরকেও মারপিট করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন