রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭ | Daily Chandni Bazar রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১ ১৩:০৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭
অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতাররা মাদক কেনা-বেচা ও সেবনের দায়ে অভিযুক্ত।রোববার (১০ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (১১ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ১১২ পিস ইয়াবা, ১০৯ গ্রাম ৩২৫ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৩৭৭ গ্রাম গাঁজা ও ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন