১০ হাজার লিটার চোরাই তেলসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar ১০ হাজার লিটার চোরাই তেলসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১ ১৩:১০
১০ হাজার লিটার চোরাই তেলসহ যুবক গ্রেফতার
অনলাইন ডেস্ক

১০ হাজার লিটার চোরাই তেলসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ হাজার লিটার চোরাই ফার্নিশ তেলসহ জাহাঙ্গীর আলম (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।রোববার (১০ জানুয়ারি) রাত ১১টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ছাপাখানা এলাকার হান্নান প্রধানের ফার্নিশ তেলের হাউজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি তেলের ট্যাংকার ট্রাক জব্দ করে র‍্যাব।

সোমবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। পলাতক আসামি হান্নান প্রধানের মদদে উক্ত ডিপো হতে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে মাটির নিচে ৫০-৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার তেলের হাউজ তৈরি করে চোরাই ফার্নিশ তেল গোডাউনে মজুদ করা হতো। এই তেল রাতের আঁধারে তেলের ট্যাংকার ট্রাকে করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বেচাকেনা করে আসছিলেন তারা।

গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির একসঙ্গে এই কাজ করে আসছিলেন।র‍্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী আরো জানান, পলাতক আসামি হান্নান প্রধানের (৩৮) বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধের ১০টি মামলা চলমান রয়েছে।এদিকে গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন