আওয়ামী লীগ শেরপুরকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করেছে | Daily Chandni Bazar আওয়ামী লীগ শেরপুরকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করেছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১ ২৩:১৩
আওয়ামী লীগ শেরপুরকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করেছে
কর্মী সভায় মজনু
শুভ কুন্ডু, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

আওয়ামী লীগ শেরপুরকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করেছে

বগুড়ার শেরপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল কর্মীসভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আলহাজ¦ মজিবর রহমান মজনু। ছবিঃ শুভ কুন্ডু, চাঁদনী বাজার।

বগুড়ার শেরপুরে আসন্ন ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তারের বিজয় নিশ্চিত করতে বিশালকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর পৌরপার্কে শেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেনের সভাপতিত্বে ও শেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবুর রহমান মজনু। তিনি বলেন, আওয়ামী লীগের সময় সারা বাংলাদেশের ন্যায় শেরপুর পৌরসভাতেও অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এই কয়েকবছর আগেই শেরপুরে খরের বাড়ি, টিনের বাড়ি দেখা গেছে, রাস্তাঘাটের করুন অবস্থা ছিলো আর এখন শেরপুরের দিকে তাকান, নিজেরাই বুঝবেন। শেরপুরকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করেছে আওয়ামী লীগ। আশা করছি আপনারা এই অগ্রগতি ধরে রাখতে আগামী ১৬ তারিখে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এছাড়াও উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার। বক্তব্যদেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, শাহরিয়ার আরিফ ওপেল, মাশরাফি হিরো, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট গোলাম ফারুক, শামছুল আলম জয়, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, এড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য মো. আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা যুবলীগ সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নুরে আলম সানি, ওয়ার্ড আ:লীগ সভাপতি যুগল পাশা খান পলাশ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কামাল শেখ, সাবেক ছাত্রনেতা আবুবক্কর সিদ্দিক, এবং বিভিন্ন ওয়ার্ড থেকে সংযুক্ত হওয়া আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীদের সম্মেলনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন