বগুড়ায় শীতের কুয়াশা ভেজা মাঠে সরিষা ফুলে হলুদের বাহার | Daily Chandni Bazar বগুড়ায় শীতের কুয়াশা ভেজা মাঠে সরিষা ফুলে হলুদের বাহার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ২১:৪৮
বগুড়ায় শীতের কুয়াশা ভেজা মাঠে সরিষা ফুলে হলুদের বাহার
এইচ আলিম

বগুড়ায় শীতের কুয়াশা ভেজা
মাঠে সরিষা ফুলে হলুদের বাহার

নিচে সবুজ উপরে হলুদ। শীতের কুয়াশা ভেজা মাঠে সরিষার ফুল ফুটেছে। বগুড়ায় মাঠের পর মাঠ এখন হলুদ রঙ সেজেছে। কুয়শার জলরাশি ভেদ করে সবুজ মাঠের দেশে এবার হলুদের সমারাহ। যেন চিত্রশিল্পি রং তুলি দিয়ে আল্পনা এঁেকছে হলুদের।কৃষি অফিস বলছে, শীত যতটা বাড়বে ততই সরিষার ফলন বাড়বে বগুড়ায়। আর সরিষা চাষিরা স্বপ্ন নিয়ে বুক বেঁধে আছে ভাল ফলন পাওয়ার আশায়। চলতি রবি মওসুমে বগুড়া জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলন আশা করছেন সরিষা চাষীরা।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় এবার ২৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৬৫০ মেট্রিনক টন সরিষার তেল। কিন্তু, আবহাওয়া ভালো থাকায় চাষ হয়েছে ২৬ হাজার ৯৬৫ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে সরিয়ার তেল উৎপাদন ধরা হয়েছে ১ দশমিক ৪৬ মেট্রিক টন। গত বছর জেলায় চাষ হয়েছিল ২৩ হ্জাার ১১৫ হেক্টর। এবছর চাষের জমি বেড়েছে। সে কারণে ফলনও বেড়ে যাবে। এর সাথে শীত জেকে বসায় সরিষার ভাল ফলনের কথা বলছে সরিষা চাষিরা। কৃষি অফিসের মতে জাতীয় ফলন লক্ষ্যমাত্রার চেয়েও জেলায় ফলন বেশি পাওয়া যায়।

বগুড়ার কৃষি কর্মকর্তারা জানান, বগুড়ায় উচ্চ ফলনশীলজাত ও আবহাওয়ার কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভাল ফলন পাওয়া যাবে। অন্য ফসলের মত সরিষা চাষ বেশ লাভ জনক। বাড়তি ফসল হিসেবে এ অঞ্চলে সরিষা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরিষা চাষ করে অনেক কৃষকের ঘুরছে ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং সরিষার ভালো মূল্য পেলে এ অঞ্চলে সরিষা চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন কৃষিবিদরা। বগুড়ার সরিষা চাষিরা জানান, শীত আসবার আগে থেকেই স্থানীয় চাষিরা শীতকালিন সবজির পাশাপাশি সরিষার চাষ করে থাকে। দেশে সরিষার চাহিদা এবং বাজারে সরিষার দাম থাকায় চাষিরা উৎসাহিত হয়ে সরিষা চাষ করে যাচ্ছে। জমিতে লাগানো সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য মাঠে-প্রান্তরে শোভা পাচ্ছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন