বেনাপোলে বিদেশি মুদ্রাসহ বাংলাদেশি আটক | Daily Chandni Bazar বেনাপোলে বিদেশি মুদ্রাসহ বাংলাদেশি আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১ ০৪:৩৫
বেনাপোলে বিদেশি মুদ্রাসহ বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক

বেনাপোলে বিদেশি মুদ্রাসহ বাংলাদেশি আটক

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার, ২০ হাজার ভারতীয় রুপি, তিনটি মোবাইল ও অন্যান্য মালামালসহ কবির উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কবিরের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে একজন বাংলাদেশি যাত্রী বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান করছেন। এ সময় তার ব্যাগ তল্লাশি করার পর বিদেশি মুদ্রা ও মালামালসহ তাকে আটক করা হয়। আটক করা মুদ্রার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১১ লাখ টাকা।মুদ্রা পাচারের অভিযোগে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন