করোনায় আফ্রিকায় চার বাংলাদেশির মৃত্যু | Daily Chandni Bazar করোনায় আফ্রিকায় চার বাংলাদেশির মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১ ০৪:৪০
করোনায় আফ্রিকায় চার বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনায় আফ্রিকায় চার বাংলাদেশির মৃত্যু

আফ্রিকার মোজাম্বিকে প্রথমবারের মতো একজন বাংলাদেশি প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার কেপটাউন, ডারবান, ফ্রি স্টেইট প্রদেশে করোনাভাইরাসে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে মোজাম্বিকের মানিকা প্রভেন্সিয়ার বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল্লাহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা মরহুম হাজী শফিকুর রহমানের পুত্র। মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু হলো।

দক্ষিণ আফ্রিকার ডারবানে করোনা আক্রান্ত হয়ে কামাল হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবানে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত কামালের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়।

এছাড়া দেশটির কেপটাউনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আব্দুল বাতেন নামে আরও এক বাংলাদেশি প্রবাসী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আবদুল বাতেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনে হাবিবুর রহমান নামে একজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি মারা যান। হাবিব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের বাসিন্দা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন